Find us on

অস্ট্রেলিয়া সফরে হচ্ছে না গোলাপি বলের খেলা
খেলা
শিরোনাম

সিডনি, ৮ মেঃ  অস্ট্রেলিয়া সফরে হচ্ছে না গোলাপি বলের খেলা। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হয় চলতি বছর নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে কোনও ডে-নাইট টেস্ট হচ্ছে না৷ বিসিসিআই আগে থেকেই জানিয়ে দিয়েছিল প্রস্তুতি না থাকায় এখনই ডে-নাইট টেস্ট খেলবে না ভারত। ভারতীয় টিমের হেড কোচ রবি শাস্ত্রী জানান, এই ধরনের ম্যাচে নামতে গেলে তার আগে প্রায় এক বছরের প্রস্তুতি দরকার। তাই অবশেষে মাথা নত করল অজি ক্রিকেট বোর্ড।  অজি ক্রিকেট বোর্ডের মুখপাত্র এ খবর নিশ্চিত করে বলেন, ‘অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিসিআইকে। কিন্তু ভারতীয় বোর্ড জানিয়ে দিয়েছে তাঁরা এর জন্য প্রস্তুত নয়। এ খবরে অনেক অজি ভক্তের হয়তো মন খারাপ হয়ে যাবে। কিন্তু ভারতের প্রস্তাব মেনেই আমরা আগামী ডিসেম্বরে দিনে ম্যাচের আয়োজন করব।’

অস্ট্রেলিয়া সফরে হচ্ছে না গোলাপি বলের খেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *