fbpx

Find us on

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই বুমরাহ
খেলা
প্রথম পাতা

মেলবোর্ন, ৮ জানুয়ারিঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে দেখা যাবে না জসপ্রীত বুমরাহকে। পাশাপাশি কিউয়িদের বিরুদ্ধে টি২০ সিরিজেও নেই এই তারকা পেসার। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে এই দুই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন পঞ্জাবের পেসার সিদ্ধার্থ কল।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন বুমরাহ।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই বুমরাহ

Leave a Reply