fbpx

Find us on

কেরলের বন্যাদুর্গতদের ৫১ লক্ষ টাকার অনুদান দিলেন বিগ-বি
শিরোনাম
সিনেমা ও বিনোদন

মুম্বই, ২৩ অগাস্টঃ কেরলের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের সর্ব স্তরের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি কেরলের দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড সেলিব্রিটিরাও। দক্ষিণের একাধিক সেলিব্রিটিও তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন। সুশান্ত সিং রাজপুত, প্রভাস, শাহরুখ খানের পাশাপাশি কেরলের মানুষের জন্য অনুদান পাঠিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চনও। জানা গিয়েছে, কেরলের বানভাসি মানুষের জন্য ৫১ লক্ষের অনুদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন তিনি। সেই সঙ্গে পাঠিয়েছেন, ৮০টি জ্যাকেট, ২৫টি প্যান্ট, ২০টি শার্ট এবং ৪০টি জুতো। তবে এইসব জিনিসই নয়, বিগ বি নাকি বানভাসিদের জন্য আরও বেশ কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসও পাঠিয়েছেন।

কেরলের বন্যাদুর্গতদের ৫১ লক্ষ টাকার অনুদান দিলেন বিগ-বি

Leave a Reply