fbpx

Find us on

৩০০ রানে শেষ অস্ট্রেলিয়া, ফলো অন করালো ভারত
খেলা
প্রথম পাতা

সিডনি, ৬ জানুয়ারিঃ ভারতের ৬২২ রানের জবাবে ৩০০ রানেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৩২২ রানের এগিয়ে থাকার সুবাদে ফের অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছেন বিরাট কোহলি। ১৯৮৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে ফলো অন করল অস্ট্রেলিয়া। শনিবার টেস্টের তৃতীয় দিনে ৬ উইকেটে ২৩৬ রান করেছিল অস্ট্রেলিয়া। খারাপ আবহাওয়ার জন্য খেলা বন্ধ হয়ে যায়। চতুর্থ দিন আগে খেলা শুরু হলেও লাভ হয়নি। প্রথম সেশনে বৃষ্টির জন্য একটি বলও খেলা যায়নি। বাধ্য হয়ে লাঞ্চ এগিয়ে দেন আম্পায়াররা। লাঞ্চের পর খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্যাট কামিন্সকে আউট করেন মহম্মদ শামি। এর কিছুটা পরেই পিটার হ্যান্ডসকম্বকে আউট করে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন শেষ করে দেন জশপ্রীত বুমরাহ। শেষদিকে জোশ হ্যাজেলউড ও মিচেল স্ট্রার্ক লড়াই চালালেও লাভ হয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেই পাঁচ উইকেট পেলেন কুলদীপ যাদব। এছাড়া শামি ও জাদেজা দুটি করে ও বুমরাহ একটি উইকেট পেয়েছেন। টেস্টের এখনও একদিন বাকি। ম্যাচ বাঁচাতে এখন অস্ট্রেলিয়ার ভরসা এখন আবহাওয়াই।

৩০০ রানে শেষ অস্ট্রেলিয়া, ফলো অন করালো ভারত

Leave a Reply