
ময়নাগুড়ি, ১০ নভেম্বরঃ বালির বেডের শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে তোলা আদায়ের প্রতিবাদে পথ অবরোধ করলেন শ্রমিকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি জল্পেশ মোড় এলাকায়। এদিন সকাল ১১টা থেকে ময়নাগুড়ি থেকে চেংরাবান্ধাগামী আন্তর্জাতিক সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর সেখানে যান জলপাইগুড়ি জেলা পুলিশ ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাঁদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
এদিন প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে পথ অবরোধ। এর জেরে রাস্তায় আটকে পরে পন্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন।
শ্রমিকদের বক্তব্য, জল্পেশ এলাকায় বেড থেকে বালি তোলার সময় বেড মালিকরা জিএসটির নামে অবৈধভাবে তোলা আদায় করেন।
নদী থেকে বালি তুলে কোনও মতে সংসার চালান তাঁরা। তার ওপর এই টাকা দিতে গিয়ে রুজি রোজগারে টান পড়ছে শ্রমিকদের। তাই তোলা আদায় বন্ধের দাবিতে এই অবরোধ।
সংবাদদাতাঃ অভিরুপ দে
Leave a Reply