fbpx

Find us on

খুদে ভক্তকে কোলে নিয়ে মন জয় করলেন মেসি
খেলা

বার্সেলোনা, ৩১ জুলাইঃ মাঠের মধ্যেই শুধু নয়, মাঠের বাইরেও তিনি সেরা আইকন। সেটাই আর একবার প্রমাণ করলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিয়োনেল মেসি। মেসির সৌজন্যের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মেক্সিকোর ফুটবলার আন্দ্রেস গুয়ার্দাদো। চলতি বছরের শুরুতে রিয়াল বেতিসের ঘরের মাঠে খেলতে নেমেছিলেন এলএমটেন। ম্যাচ শেষে তাঁর সঙ্গে দেখা করার জন্য নিজের ছোট্ট সন্তানকে নিয়ে সস্ত্রীক অপেক্ষা করছিলেন বেতিস ফুটবলার গুয়ার্দাদো। সাজঘর থেকে বেরোনোর সময় প্রিয় তারকাকে দেখে মেসি মেসি বলে ডেকে ওঠে জুনিয়ার গুয়ার্দাদো। নিজের এই খুদে ভক্তকে নিরাশ করেননি মেসিও। তাকে কোলে নিয়ে হাসিমুখে ছবিও তোলেন বার্সা তারকা। সেই পুরোনো ছবি সোশ্যাল মিডিয়ায় গুযার্দাদো পোস্ট করতেই হয়ে উঠল ভাইরাল।

খুদে ভক্তকে কোলে নিয়ে মন জয় করলেন মেসি

Leave a Reply