
শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ এলাকায় উন্নয়নমূলক কাজ চলাকালীন পঞ্চায়েত সদস্যকে মারধর। ঘটনায় পুলিশ কোনও রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকাল থেকে আশিঘড় ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সিপিএম-এর কর্মী-সমর্থকেরা।
জানা গিয়েছে, উত্তর একতিয়াশাল এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছিল। সেইসময় কিছু দুষ্কৃতী এসে পঞ্চায়েত সদস্য অবিনাশ রায়কে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় অবিনাশবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় অবিনাশবাবুর পরিবারের তরফে আশিঘড় ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ডাবগ্রাম ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক গণেশ ঘোষের অভিযোগ, ঘটনায় অভিযোগ জানানো হলেও পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেয়নি। উপরন্তু তাঁর পরিবারের লোকেদের হেনস্থা করা হয়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে এদিন সকাল থেকে আশিঘড় ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন অবিনাশবাবুর পরিবার ও সিপিএম-এর কর্মী-সমর্থকেরা। পুলিশের কাছে একটি স্মারকলিপি দেন তাঁরা। ফাঁড়ির ওসি-র আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংবাদদাতাঃ রাহুল মজুমদার
Leave a Reply
You must be logged in to post a comment.