
লন্ডন, ১০ জুলাইঃ গ্রেনফেল টাওয়ারের পর এবার ক্যামডেন লক মার্কেট। রবিবার গভীর রাত থেকে বিধ্বংসী আগুনে জ্বলছে নর্থ লন্ডনের এই অত্যন্ত জনপ্রিয় এই টুরিস্ট ডেস্টিনেশন। মার্কেটের তিনটি তলা আর ছাদে দাউদাউ করে জ্বলছে আগুন। দ্রুত তা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, আগুন আরও মারাত্মক আকার নিতে পারে কারণ আশপাশে বেশ কয়েকটি বড়ো রেস্তরাঁ রয়েছে। সেগুলির রান্নাঘরে আগুন ছড়ালে তা মোকাবিলা করাই কঠিন হবে। বিল্ডিংটিতে যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ক্যামডেন স্টেবলের কাছে ওই মার্কেটে রবিবার মাঝরাতে আগুন লাগার পরই ১০টি ফায়ারট্রাক পাঠানো হয়েছে। ৭০ জন ফায়ার ফাইটার কাজ করছেন আগুন মোকাবিলায়। প্রসঙ্গত, এর আগে ২০০৮ সালেও ওই মার্কেটের একটি অংশে আগুন লাগে।
এক মাসও হয়নি, ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। তারপর আবার আগুন লাগার ঘটনায় নিশ্চিতভাবেই চাপে প্রশাসন।
Leave a Reply
You must be logged in to post a comment.