fbpx

Find us on

মহিলা পদপ্রার্থীদের শারীরিক পরীক্ষায় পুরুষ চিকিত্সক, বিতর্কে মধ্যপ্রদেশ পুলিশ
দেশ
শিরোনাম

ভোপাল, ২ মেঃ কনস্টেবল নিয়োগ পরীক্ষা নিয়ে ফের বিতর্কে মধ্যপ্রদেশ পুলিশ। জেলা হাসপাতালে একই ঘরে পুরুষ ও মহিলা পদপ্রার্থীদের শারীরিক পরীক্ষা করানোর অভিযোগ। এমনকি, মহিলা পদপ্রার্থীদের শারীরিক পরীক্ষা পুরুষ চিকিৎসকরা করেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ, মহিলা পদপ্রার্থীদের সামনেই পুরুষদের নগ্ন করা হয়। এতে পুরুষ পদপ্রার্থীরা অস্বস্তিতে পড়ে যান। পাশাপাশি, মহিলা কনস্টেবল প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য কোনও মহিলা চিকিৎসক ছিলেন না। মহিলাদের পরীক্ষা করেন পুরুষ চিকিৎসকরা। এতে মহিলারাও অস্বস্তিতে পড়েন।

কেউ গোটা ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।

মহিলা পদপ্রার্থীদের শারীরিক পরীক্ষায় পুরুষ চিকিত্সক, বিতর্কে মধ্যপ্রদেশ পুলিশ

Leave a Reply