fbpx

Find us on

দুর্ঘটনায় আহত মুখ্যমন্ত্রীর ভাই
খেলা
দেশ
শিরোনাম

পানাজি, ১০ ফেব্রুয়ারিঃ গোয়ায় গাড়ি দুর্ঘটনায় জখম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। শনিবার গোয়ায় ছিল মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচ। টিমের সঙ্গেই সেখানে গিয়েছিলেন ফুটবল সচিব। নিজের হোটেল থেকে টিম হোটেলে আসার পথে বাবুনবাবুর গাড়িতে এসে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। গাড়ির কাচ ভেঙে গিয়ে গেঁথে যায় মুখ্যমন্ত্রীর ভাইয়ের কপালে। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কাচের টুকরো বের করে তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। রবিবার টিমের সঙ্গেই বাবুনবাবু কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় আহত মুখ্যমন্ত্রীর ভাই