fbpx

Find us on

সোদপুরে গুলিবিদ্ধ যুবক
দক্ষিণবঙ্গ
শিরোনাম

সোদপুর, ১৪ মার্চঃ উত্তর ২৪ পরগনার সোদপুরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ কর্মীর নাম পরিতোষ দাস। তিনি তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

বুধবার রাতে সোদপুর ট্র্যাফিক মোড়ের কাছে পরিতোষকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর বুক, পিঠ ও পিছনে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

সোদপুরে গুলিবিদ্ধ যুবক