fbpx

Find us on

এটিএম লুটের চেষ্টা বানারহাটে
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি
শিরোনাম

বানারহাট, ২৫ অগাস্টঃ এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা। ঘটনাটি শুক্রবার গভীর রাতে বানারহাট বাজারের কেন্দ্রে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম-এর। শনিবার সকালে এটিএম মেশিন ভাঙা দেখে চুরির চেষ্টার ঘটনাটি প্রকাশ্যে আসে। ব্যাংকের তরফে বানারহাট থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন, মেশিন ভাঙা হলেও টাকা খোয়া গিয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইঞ্জিনিয়ার আসার পর পুলিশের উপস্থিতিতে মেশিন খুলে না দেখা পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাবে না। তিনি আরও জানান পুলিশের উপস্থিতিতে এটিএম এর সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।

সংবাদদাতাঃ কৌশিক শীল

 

এটিএম লুটের চেষ্টা বানারহাটে

Leave a Reply