fbpx

Find us on

বিধানসভায় না গিয়ে অন্য কোথাও, বিতর্কে বিধায়ক
দেশ
শিরোনাম

বেঙ্গালুরু, ১৫ নভেম্বরঃ কর্ণাটক বিধানসভার অধিবেশন চলছিল বেলগাভিতে। তবে সেখানে না গিয়ে বেঙ্গালুরুতে একটি ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে দেখা গেল কংগ্রেস বিধায়ক অম্বরীশকে। সেখানে এক মহিলার সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বিধানসভার সেশনে না গিয়ে মিউজিক লঞ্চের অনুষ্ঠানে যাওয়ায় প্রশ্ন উঠছে। বর্তমানে অম্বরীশ মান্ডিয়া বিধানসভা এলাকার বিধায়ক।

এর আগেও নানান বিতর্কে জড়িয়েছেন এই কংগ্রেস বিধায়ক। ২০১৫ সালে বিধানসভার অধিবেশন চলাকালীন অন্য এক বিধায়কের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও দেখছিলেন অম্বরীশ। তার আগের বছরও নাইটক্লাবে এক বারগার্লের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে।

বিধানসভায় না গিয়ে অন্য কোথাও, বিতর্কে বিধায়ক

Leave a Reply