fbpx

Find us on

প্রতীকী অবরোধ পরিবেশপ্রেমীদের
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি
শিরোনাম

লাটাগুড়ি ১৪ এপ্রিলঃ লালগরে রয়্যাল বেঙ্গল টাইগার হত্যার ঘটনায় বনদপ্তরের গাফিলতির অভিযোগ এনে, দোষীদের শাস্তির দাবিতে প্রতীকী জাতীয় সড়ক অবরোধ করলেন পরিবেশ প্রেমীরা। শনিবার বিচাভাঙ্গা রেল ক্রসিং এর সামনে আধঘন্টার জন্য লাটাগুড়ি চালসাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। পরিবেশ প্রেমী সংগঠন স্পোর, গ্রিন লেভেল ওয়েল ফেয়ার সোসাইটি, চালসা নেচার স্টাডি অর্গানাইজেশনের সহযোগিতায় এদিনের এই প্রতীকী অবরোধ করা হয়। আজ বিকেল সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত চলে এই অবরোধ।

সংবাদাদাতাঃ শুভদীপ শর্মা

 

প্রতীকী অবরোধ পরিবেশপ্রেমীদের

Leave a Reply