
ঘোকসাডাঙ্গা, ১৭ মেঃ সাড়ে পাঁচ বছরের পুত্র সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ পুত্র সন্তান সহ মা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পারাডুবি এলাকায়। বুধবার এ বিষয়ে ঘোকসাডাঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূর পরিবার। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙ্গা পুলিশ।
জানা গিয়েছে, পারাডুবি গ্রামপঞ্চায়েতের হিন্দুস্থান ফোড় এলাকার জনৈক সুকুমার সরকারের স্ত্রী সম্পা সরকার অন্যদিনের মতোই তাঁদের পুত্র সায়ন সরকারকে সঙ্গে নিয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এরপর থেকেই তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও সন্ধান না মেলায় এদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুকুমারবাবু।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Leave a Reply