Find us on

হোলির জন্য নমাজের সময় বদল
দেশ
প্রথম পাতা

লখনউ, ২৮ ফেব্রুয়ারিঃ শান্তি, সম্প্রীতি বজায় রাখতে শুক্রবারের নমাজের সময়সীমা বদলে ফেলল দুই মসজিদ। উত্তরপ্রদেশের শিয়া ও সুন্নি ধর্মগুরুরা ২ মার্চ নমাজের সময়য়ীমা ১ ঘন্টা পিছিয়ে নিলেন।

ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি এই সিদ্ধান্ত নিলেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের কর্মসমিতির সদস্য মাহলি জানান, ইদগাহে নমাজের প্রার্থনার সময় বদল করা হয়েছে। প্রার্থনা হবে বেলা ১টা ৪৫-এ।

মাহলি আরও জানান, শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদেও প্রার্থনার সময় বদল করেছেন। বেলা ১২টা ২০-র বদলে প্রার্থনা হবে দুপুর ১টায়।

এর আগে হিন্দুরাও এই ধরনের পদক্ষেপ নিয়েছিল বলে জানান তিনি। মাহলি বলেন, বকরি ইদের সঙ্গে একই সময়ে হওয়ার ফলে গতবছর জগন্নাথ যাত্রা দু ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। বদল করা হয়েছিল রুটও।

 

হোলির জন্য নমাজের সময় বদল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *