Find us on

অগ্নিমূল্য বিমানের টিকিটের দাম
দেশ
শিরোনাম

নয়াদিল্লি, ১০ নভেম্বরঃ অগ্নিমূল্য হয়ে উঠেছে দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার বিমানের টিকিট। বুধবার, দিল্লি থেকে মুম্বইগামী একটি জেট এয়ারওয়েজের উড়ানের টিকিটের দাম বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৫ হাজার টাকা। বৃহস্পতিবারের দিল্লি-বেঙ্গালুরুর টিকিটের দাম হয়েছে ৯৪,৭৯৩ টাকা। শুক্রবারের টিকিটের দাম তুলনায় কম। ৪৫,০৩৯ টাকা। জেট, গো এয়ার প্রভৃতি বেশির ভাগ বিমানসংস্থাই এই রকম দাম হাঁকছে।

বিমানের টিকিটের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ, অপর্যাপ্ত উড়ানের সংখ্যা। অন্যদিকে, রাজধানীতে বায়ুদূষণের জেরে বেশ কিছু উড়ান বাতিল হয়েছে। সেই কারণেও, অবশিষ্ট উড়ানগুলিতে যাত্রী চাপ অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে।

একটি ওয়ালেট সংস্থার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, অন্য সময়ের তুলনায় এখন ৪০% বেশি চাহিদা টিকিটের। এমনকী, গত বছর এই সময় বিমান ছাড়ার ঠিক আগে যত টিকিট বিক্রি হয়েছিল, এ বার তার থেকে ১৯% বেশি টিকিট কেনা হচ্ছে উড়ানের কিছুক্ষণ আগে।

অগ্নিমূল্য বিমানের টিকিটের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *