
নিশিগঞ্জ, ১০ জানুয়ারিঃ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। বুধবার নিশিগঞ্জ আমতলা সেতুতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন বিকেলে রেণুকা রায় (৬১) নামে ওই বৃদ্ধা বাজার করে বাড়ি ফেরার জন্য বাস স্টপেজের দিকে যাচ্ছিলেন। সেইসময় মাথাভাঙ্গা গামী একটি পাথর বোঝাই পিকআপ ভ্যান ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়রা গাড়িটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার জেরে ওই এলাকার রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাথ ও রাস্তার একাংশ দখল করে চলছে ব্যবসা। অনিয়ন্ত্রিতভাবে যেখানে-সেখানে ছোটো গাড়িএবং টোটো পার্কিং করা হচ্ছে। ফলে ওই এলাকার রাজ্য সড়কে যানজট লেগেই থাকছে এবং প্রতিনিয়ত ঘটে চলছে দুর্ঘটনা।
সংবাদদাতাঃ তাপস মালাকার
Leave a Reply