fbpx

Find us on

বাইক দুর্ঘটনায় মৃত ১
উত্তরবঙ্গ
মালদা
শিরোনাম

রতুয়া, ১৬ অগাস্টঃ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ সানাউল(৩৬)। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ রতুয়ার বাহারাল পেট্রোল পাম্প এলাকার ঘটনা। শেখ সানাউল পেশায় চাল ব্যবসায়ী। জানা গিয়েছে, বাহারল স্ট্যান্ডে চালের দোকান ছিল তাঁর।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মত দুপুরে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যান। উলটো দিক থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে সানাউলের বাইকে। বাইক থেকে ছিটকে পড়ে যায় সে। স্থানীয়রা সানাউলকে রতুয়া-১ ব্লক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।

সংবাদদাতাঃ মুরতুজ আলম

 

বাইক দুর্ঘটনায় মৃত ১

Leave a Reply