fbpx

Find us on

বাড়িতে বসেই জানতে পারবেন পেনশন ফান্ডে কত জমছে
দেশ
প্রথম পাতা
প্রযুক্তি

নয়াদিল্লি, ৩ মেঃ পেনশনভোগীরা এখন বাড়িতে বসে মোবাইলেই তাদের পাসবুক দেখতে পারবেন। তবে এর জন্য ডাইনলোড করতে হবে উমঙ্গ(Umang app)।

বৃহস্পতিবার ইপিএফও জানিয়েছে, পেনশন ভোগীদের জন্য নতুন সুযোগ-সুবিধা আনা হচ্ছে। উমঙ্গ অ্যাপে পেনশন প্রাপকদের জন্য নতুন সেকশন বানিয়েছে ইপিএফও।
শ্রম মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উমঙ্গ অ্যাপে পেনশন পাস-বুক সেকশন বানানো হয়েছে। যার মাধ্যমে পেনশন ফান্ডের তথ্য জানা যাবে। এবছরের আগস্ট থেকেই উমঙ্গ অ্যাপের মাধ্যমে এই পরিসেবা দেওয়া হবে।

গত বছর উমঙ্গ অ্যাপ এনেছিল কেন্দ্রীয় সরকার। এই অ্যাপের মাধ্যমে একাধিক সরকারি পরিসেবা একই প্ল্যাটফর্মে করা যাবে। যেমন, গ্যাস বুকিং, আধার সংক্রান্ত প্রয়োজন, বিমা, ইপিএফ, জাতীয় পেনশন প্রকল্প ইত্যাদি পরিসেবা সংক্রান্ত কাজ সম্ভব।

বাড়িতে বসেই জানতে পারবেন পেনশন ফান্ডে কত জমছে

Leave a Reply