fbpx

Find us on

এসডিও নিগ্রহ কাণ্ডে ২ শিক্ষককে গ্রেফতার করল পুলিশ
উত্তর দিনাজপুর
উত্তরবঙ্গ
প্রথম পাতা

রায়গঞ্জ, ২৬ মেঃ  এসডিও কে মারধর করার অভিযোগে দুই শিক্ষককে শনিবার রাতে  গ্রেফতার করল রায়গঞ্জ থানা পুলিশ। মনোজ ভৌমিক ও প্রদীপ কুমার সিংহ নামে ওই দুই শিক্ষককের বিরুদ্ধে ১৪৯/ ৩২৫/ ৩৩২/ ৩৫৩/ ৩০৭/ ১৪৩/ ১৪৬/ ১৯৭ ও জাতীয় সড়ক অবরোধ করার জন্য ২৮৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন ওই দুই শিক্ষককে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। মনোজ ভৌমিক হেমতাবাদ ব্লকের সমাসপুর হাইস্কুলের শিক্ষক ও প্রদীপ কুমার সিংহ ইটাহার ব্লকের বালিজোল হাই স্কুলের শিক্ষক।

১৪ ই মে ভোট চলাকালীন ইটাহার ব্লকের সোনারপুর প্রাথমিক বিদ্যালয় ৪৮ নম্বর বুথ থেকে নিখোঁজ হয়ে যান প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়। পরের দিন অর্থাৎ ১৫ ই মে রায়গঞ্জের সোনাডাংগি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর রেল লাইনের ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে রেল পুলিশ। রাজকুমারবাবু মৃত্যুর তদন্ত চেয়ে বুধবার কয়েকশো ভোটকর্মী রায়গঞ্জ শহরের ঘড়িমোর এলাকায় অবরোধ শুরু করেন। সেখানেই কিছু শিক্ষক মহকুমা শাসককে মারধোর করে বলে অভিযোগ।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

এসডিও নিগ্রহ কাণ্ডে ২ শিক্ষককে গ্রেফতার করল পুলিশ

Leave a Reply