fbpx

Find us on

কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গ
শিরোনাম

কলকাতা, ১৪ মার্চঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সন্ধ্যার পর এবং শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায়।

আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর ফলেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।

 

 

কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা