Find us on

সল্লুর জন্য ছাড়তে পারেন কোয়ান্টিকো!
শিরোনাম
সিনেমা ও বিনোদন

মুম্বই, ১ এপ্রিলঃ হলিউডে এখন পরিচিতি মুখ কোয়ান্টিকো গার্ল প্রিয়াংকা চোপড়া। তিনটি সিজনের পর এবার চতুর্থ সিজনের শুটিংয়ের পালা। তবে শোনা যাচ্ছে তিনি নাকি আর হলিউডে থাকতে চাইছেন না। আর হলিউড ছাড়ার পেছনে আসল কারন হলেন ভাইজান! এপ্রিল ফুল নয়। ঠিকই দেখলেন সলমন খানের জন্যই বলিউড ছাড়তে রাজি প্রিয়াংকা।

এবার প্রশ্ন উঠতেই পারে, তবে কি সল্লুর প্রেমে পড়েছেন কোয়ান্টিকো গার্ল? উত্তর হল, না। এর পেছনে রয়েছে অন্য গল্প। সলমনের ‘ভারত’ ছবির স্ক্রিপ্ট শোনার পর থেকেই নাকি এমন মন্ত্রমুগ্ধ হয়েছেন প্রিয়াংকা, যে তিনি কোয়ান্টিকোর চুক্তির মেয়াদ আর বাড়াতে চাইছেন না৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পিগি চপস৷ ‘ভারত’ প্রযোজনা করছেন আলি আব্বাস জফর৷ এর আগে কখনও আলি আব্বাসের সঙ্গে কাজ করেননি প্রিয়াংকা৷ প্রিয়াংকাকে বলিউডে শেষবার দেখা গিয়েছে ২০১৬-র ‘জয় গঙ্গাজল’ ছবিতে।

সল্লুর জন্য ছাড়তে পারেন কোয়ান্টিকো!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *