Find us on

রাবতা-র ফার্স্ট লুক
সিনেমা ও বিনোদন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ অফস্ক্রিন জুটি কৃতি শ্যানন এবং সুশান্ত সিং রাজপুতের প্রথম প্রথম অভিনয় করছেন একে অপরের অপোজিটে। এই যুগলের প্রথম ছবি রাবতা-র ফার্স্ট পোস্টার রিলিজ করল শুক্রবার। দিনেশ বিজয়ন নির্দেশিত এই ছবির পোস্টার সুশান্ত এবং কৃতি দুজনেই শেয়ার করলেন টুইটারে। পোস্টার নিজেই নিজের গল্প বলতে সক্ষম। এই আদোরেবল জুটির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে এই ছবি দেখার উত্সাহ যেন আরও বেড়ে গিয়েছে। টুইটারই তার প্রমাণ।

কৃতি এবং সুশান্ত ছাড়াও এই সিনেমায় রয়েছেন বরুন শর্মা, জিভ শর্মা, নিধি সুবাইয়া, করণ সিং ছাবড়া সব অন্যান্যরা। প্রিতম চক্রবর্তীর সুরে এবং সিনেমার একমাত্র আইটেম সং-এ দিপিকা পাডুকোনের নাচ! সিনেমাটি দেখার জন্য আর অন্য কোনো অজুহাতের প্রয়োজন আছে কি?

রাবতা-র ফার্স্ট লুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *