Find us on

‘রজনীকান্তের যত ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ শুরু করল কালা’
সিনেমা ও বিনোদন

বেঙ্গালুরু, ৭ জুনঃ মুক্তির প্রথম দিনেই ফ্লপ রজনীকান্তের কালা। তামিলনাড়ু ফিল্মস প্রডিউসারস কাউন্সিল (টিএফপিসি)-এর প্রধান বিশাল কৃষ্ণের কথায়, এখনও পর্যন্ত রজনীকান্তের যত ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে সবচেয়ে খারাপ শুরু করল কালা। কাবেরী জলবণ্টন নিযে তামিল সুপারস্টারের বিতর্কিত মন্তব্যের প্রভাব কালা-র উপর পড়েছে বলে তাঁর অনুমান। যদিও কাবেরী-বিতর্কের সঙ্গে কালা-র কোনো সম্পর্ক নেই বলেও দাবি জানান তিনি। তবে ওই বিতর্কিত মন্তব্যের জেরে এদিন কালা প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে কন্নড়পন্থী সংগঠনগুলি। যার ফলে বহু প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন করা সম্ভব হয়নি।

জানা গিয়েছে, কাবেরী জলবণ্টন নিয়ে রাজনীতিবিদ তথা অভিনেতা রজনীকান্তের বিতর্কিত মন্তব্যের জেরে  কালা ছবিটি প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স। কিন্তু কর্ণাটক হাইকোর্ট এবং সুপ্রিমকোর্ট কালা মুক্তির নির্দেশ দেয়। শান্তিপূর্ণভাবে কালা প্রদর্শিত করার জন্য রাজ্য সরকারকে যথোপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করারও নির্দেশ দেয়। তার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার সারা দেশে মুক্তি পায় কালা।

‘রজনীকান্তের যত ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ শুরু করল কালা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *