fbpx

Find us on

খুব শিঘ্রই ডিনার টেবিলে রণবীর-আলিয়ার পরিবার
শিরোনাম
সিনেমা ও বিনোদন

মুম্বই, ৩০ অগাস্টঃ বলিউডে এখন বিয়ের মরশুম। ২০১৭ সালের ডিসেম্বরে অনুষ্কা-বিরাট কোহলির বিয়ে দিয়ে শুরু হয়েছে বলিউডের ‘ওয়েডিং সাগা’। ২০১৮ সালের শুরুতেই সোনাম কাপুর-আনন্দ আহুজা, নেহা ধুপিয়া-অঙ্গল বেদীর বিয়ের পর এবার যোগ হয়েছে আরও দু’জোড়া লাভ বার্ডস-এর নাম। প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস এবং দীপিকা পাডুকোন- রণবীর সিং। ব্লকবাস্টার এই দুই বিয়ের আয়োজনের মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে আরও এক পাওয়ার কাপল রণবীর কাপুর-আলিয়া ভাটের নাম।

শোনা যাচ্ছে, ব্রহ্মাস্ত্রের শ্যুটিং শেষ হলেই পাকা কথা বলতেই দুই পরিবার একসঙ্গে ডিনার ডেটে যেতে চলেছেন।
রণবীর-আলিয়ার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলেই বোঝা যায় প্রেমের জোয়ারে ভেসেছেন দু’জনেই। রণবীর-আলিয়ার সম্পর্কে পূর্ণ সম্মতি রয়েছে দুই পরিবারেরও। কবে চার হাত এক হতে চলেছে এখন সেটাই দেখার।

 

খুব শিঘ্রই ডিনার টেবিলে রণবীর-আলিয়ার পরিবার

Leave a Reply