fbpx

Find us on

ভারতীয় ক্রিকেটে ফের শুরু শাস্ত্রীয় যুগ
খেলা
শিরোনাম

মুম্বই, ১১ জুলাইঃ রবি শাস্ত্রীর ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে আসা নিয়ে দিনভর চলল নাটক। অবশেষে রাতে বিসিসিআইয়ের অস্থায়ী সভাপ্তি সিকে খান্না জানালেন, রবি শাস্ত্রীই হচ্ছেন নতুন কোচ। বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে জাহির খানকে। সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচের পদে রাখা হলেও বিদেধ সফরের কথা মাথায় রেখে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে নিয়ে আসা হল রাহুল দ্রাবিড়কে।

ভারতীয় দলের নয়া কোচের দায়িত্বে শাস্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে, এমনই খবর সন্ধ্যা থেকেই প্রচারিত হতে থাকে বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু তারপরেই বিসিসিআই বোর্ড সচিব অমিতাভ চৌধুরি এক সাংবাদিক বৈঠক করে জানান, শাস্ত্রীর কোচের দায়িত্বে আসার খবরেও কোনো সত্যতা নেই। ক্রিকেট পরামর্শদাতা কমিটির (সিএসি) কোচ নির্বাচনের বিষয়টি নিয়ে এখনও আলোচনা করছে। এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গতকাল ইন্টারভিউয়ের পরই নতুন কোচের নাম ঘোষণার কথা ছিল। তবে কোহলির সঙ্গে আলোচনা করে কোচের নাম জানানো হবে বলে সিএসি ওই মুহূর্তে ঘোষণা স্থগিত রাখে। যদিও মঙ্গলবার রাতেই সব জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেটে ফের শুরু শাস্ত্রীয় যুগ।

ভারতীয় ক্রিকেটে ফের শুরু শাস্ত্রীয় যুগ

Leave a Reply