fbpx

Find us on

পুনেতে প্রায় ৩ কোটি টাকা অর্থমূল্যের বাতিল নোট উদ্ধার
দেশ
শিরোনাম

নয়াদিল্লি, ২১ জুলাইঃ প্রায় ৩ কোটি টাকা অর্থমূল্যের বাতিল হওয়া ৫০০, ১০০০ টাকার নোট উদ্ধার হল আহমেদনগর জেলার কংগ্রেস কাউন্সিলর সহ ৫ জনের কাছ থেকে। জানা গিয়েছে, সঙ্গমনের পুর কাউন্সিলর কংগ্রেস কর্পোরেটর গজেন্দ্র আভাং ও আরও চারজন ওই বাতিল নোট বিনিময়ের জন্য রবিওয়ার পেঠ এলাকায় এসেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে তাঁদের আটক করে পুলিশ। তিনি বলেন, তাঁদের কাছে ৪৮০০০টি বাতিল নোট পাওয়া গিয়েছে। যার মোট অর্থমূল্য প্রায় ২.৯৯ কোটি টাকা। ঘটনার তদন্ত চলছে।

ছবিঃ সংগৃহীত

পুনেতে প্রায় ৩ কোটি টাকা অর্থমূল্যের বাতিল নোট উদ্ধার

Leave a Reply