fbpx

Find us on

সিলভার স্ক্রিনে সইফ-সারা একসঙ্গে
শিরোনাম
সিনেমা ও বিনোদন

মুম্বই, ১২ জুলাইঃ কিছুদিনের মধ্যেই বড়ো পর্দায় দেখা যাবে সইফ কন্যা সারা আলি খানকে। শোনা যাচ্ছে, জীবনের তৃতীয় ছবির কনট্র্যাক্টও সই করে ফেলেছেন সারা। তবে এই ছবিতে বাড়তি পাওনা হিসেবে রয়েছে বাবা সইফ আলি খান। জানা গিয়েছে, পরিচালক নীতিন কক্কর সইফ-সারা জুটিকে বড় পর্দায়ও আনতে চাইছেন বাবা-মেয়ের চরিত্রেই। বাবা-মেয়ের মধ্যে বন্ধুত্ব ও সম্পর্কের নানা দিক নিয়েই তৈরি হবে এই ছবি।

সিলভার স্ক্রিনে সইফ-সারা একসঙ্গে

Leave a Reply