
নয়াদিল্লি, ৩১ অগাস্টঃ স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) ২০১৭ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেবেল (সিজিএল) পরীক্ষার ফলপ্রকাশের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিমকোর্ট। গতবছর এসএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগের আন্দোলনে নেমেছিল কয়েকহাজার পরীক্ষার্থী। সেই অভিযোগের তদন্তে নেমেছে সিবিআই। সম্প্রতি শীর্ষ আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে প্রশ্নপত্র ফাঁসে একাধিক শীর্ষ আধিকারিকের জড়িত থাকার ইঙ্গিত রয়েছে। সিবিআই-এর রিপোর্ট হাতে পাওয়ার পরই শুক্রবার সংশ্লিষ্ট পরীক্ষার ফলপ্রকাশের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।
Leave a Reply
You must be logged in to post a comment.