fbpx

Find us on

মেখলিগঞ্জে ‘স্কিম ফর এডোলোসেন্ট গার্লস’-এর প্রশিক্ষণ শিবির
উত্তরবঙ্গ
কোচবিহার

মেখলিগঞ্জ, ১৫ মার্চঃ মেখলিগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্প ও সিনির যৌথ উদ্যোগে শুরু হল ‘স্কিম ফর এডোলোসেন্ট গার্লস’ প্রকল্প। যার প্রথম পদক্ষেপ হিসাবে শুক্রবার মেখলিগঞ্জ আইসিডিএস দপ্তরে অনুষ্ঠিত হল এক দিনের প্রশিক্ষণ শিবির। এদিনের শিবিরে অংশ গ্রহণ করেন মেখলিগঞ্জ ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়ারির সুপারভাইজার ও অঙ্গনওয়ারি কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিডিপিও জগদীশ রায়, প্রোজেক্ট কো-অর্ডিনেটার পাপাই গুহ, সিনির তরফে সঞ্চালি পাল প্রমুখ।

মেখলিগঞ্জে ‘স্কিম ফর এডোলোসেন্ট গার্লস’-এর প্রশিক্ষণ শিবির