fbpx

Find us on

অমিত শা-র নিরাপত্তা খরচ জানাতে আপত্তি সিআইসি-র
দেশ
প্রথম পাতা

নয়াদিল্লি, ২৬ অগাস্টঃ বিজেপি সভাপতি অমিত শা-র নিরাপত্তা বাবদ কেন্দ্রের কত টাকা খরচ হয় তা জানাতে রাজি হল না কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)। তাদের যুক্তি, ওই খরচ জানালে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত তথ্য এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সঙ্গে আপস করা হবে। একটি আরটিআই আবেদনে অমিত শা-র নিরাপত্তাখাতে গত চারবছরে কেন্দ্রীয় সরকারের কত টাকা খরচ হয়েছে তা জানতে চেয়েছিলেন দীপক জুনেজা নামে এক ব্যক্তি। ২০১৪ সালের  ৫ জুলাই ওই আবেদনটি করা হয়েছিল। সেসময় অমিত শা রাজ্যসভার সাংসদ ছিলেন না। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরটিআই আইনের ৮ (১)(জি) ধারায় ওই তথ্য দিতে রাজি হয়নি। তথ্য কমিশন স্বরাষ্ট্রমন্ত্রকের এই তথ্য জানিয়ে দেয় ওই ব্যক্তিকে। অমিত শাকে গত চারবছর ধরে জেড প্লাস পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয়। অথচ তিনি কোনো সাংবিধানিক পদেও নেই। সেক্ষেত্রে কেন তাঁর নিরাপত্তাখাতে জনগণের টাকা খরচ করা হচ্ছে তা জানতে চান জুনেজা।

অমিত শা-র নিরাপত্তা খরচ জানাতে আপত্তি সিআইসি-র

Leave a Reply