
ওয়াশিংটন, ১৪ জুনঃ বন্দুকবাজের গুলিতে গুরুতর জখম হলেন মার্কিন কংগ্রেসের এক সদস্য স্টিভ স্কেলাইস। বুধবার দুপুরে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়াতে লুইসানার রিপাবলিকান দলের স্টিভ বেসবল প্র্যাকটিসের সময় এই হামলা ঘটে।
আচমকা পায়ের ওপরের দিকে গুলি লাগায় গুরুতর আহত হয়ে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে ভরতি করা হয় তাকে। অতিরুক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে এই হামলায় আহত হয়েছেন ২ নিরাপত্তারক্ষীও। তারাও বর্তমানে চিকিত্সাধীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় শোকপ্রকাশ করেন। ঘটনার ওপর তাঁর নজর রয়েছে বলেও জানান তিনি।
ক্যাপিটাল হিল পুলিশের তরফে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি হামলাকারীর ব্যপারে। তবে বিষয়টির তদন্ত চলছে বালে জানানো হয়েছে।
Leave a Reply