fbpx

Find us on

ব্রেনডেথের পর অঙ্গদান শিলিগুড়ির মল্লিকার
উত্তরবঙ্গ
দার্জিলিং
প্রথম পাতা

শিলিগুড়ি, ১৮ অগাস্টঃ অঙ্গদানের সঙ্গে এবার নাম জুড়ল উত্তরবঙ্গের। ‘ব্রেনডেথ’-এর পর শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা কিশোরী মল্লিকা মজুমদারের লিভার, কিডনি, ত্বক ও চোখ দান করা হল অন্যদের শরীরে। উত্তরবঙ্গের কোনো ব্যক্তির শরীর থেকে অঙ্গদান এই প্রথম। ১৫ বছরের মল্লিকা ১ অগাস্ট কানে সংক্রমণ নিয়ে ভরতি হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। দুস্থ পরিবার হওয়ায় বড়ো হাসপাতালে নিয়ে যাওয়ার সামর্থ্য ছিল না পেশায় গাড়িচালক মল্লিকার বাবার। আশা ছিল কলকাতার সরকারি হাসপাতালে সেরে উঠবে মেয়ে। কিন্তু গত কয়েকদিন ধরে ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার মস্তিষ্কের কোশ ও টিস্যু শুকিয়ে যেতে থাকে। গত ১৩ অগাস্ট তার পরিবারকে একথা জানিয়ে দেওয়া হয়। বিভিন্ন পরীক্ষার পর শুক্রবার চিকিত্সকরা মল্লিকাকে ‘ব্রেন ডেথ’ বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রথমে অঙ্গদানের ব্যাপারে নিমরাজি ছিল মল্লিকার পরিবার। তবে মল্লিকার বাবা মানিক মজুমদারকে এই বিষয়ে বিশেষ বোঝাতে হয়নি। দুঃখ চেপে রেখেই অঙ্গদান করতে রাজি হন তিনি। মানিকবাবু জানিয়েছেন, ‘কোন জানি না মনে হল মেয়েকেতো আর ফিরে পাব না। যদি আর একজন ওর অঙ্গ নিয়ে নতুন জীবন পায় তাহলে ক্ষতি কী?’

ব্রেনডেথের পর অঙ্গদান শিলিগুড়ির মল্লিকার

Leave a Reply