
জুবা (দক্ষিণ সুদান), ৯ সেপ্টেম্বরঃ মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। দক্ষিণ সুদানের একটি লেকের উপর ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন করার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, রবিবার সকালে ১৯ সিটের ওই ছোটো বিমানটি স্থানীয় জুবা ইন্টারন্যাশানাল বিমানবন্দর থেকে ইরল শহরের উদ্দেশ্যে রওনা দেয়। দক্ষিণ সুদানের একটি লেকের উপর দিয়ে যাওয়ার সময় হঠাত্ই ভেঙে পড়ে বিমানটি। খবর পেয়ে সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল। সেখান থেকে ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন ছ’বছরের এক শিশু ও এক ইটালীয় চিকিৎসক সহ তিনজন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই তিনজনকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.