fbpx

Find us on

নীরবেই চলে গেলেন স্পাইডারম্যানের অন্যতম স্রষ্টা
আন্তর্জাতিক
সিনেমা ও বিনোদন
নিউ ইয়র্ক, ৮ জুলাইঃ নীরবেই চলে গেলেন ‘স্পাইডারম্যান’-এর অন্যতম স্রষ্টা স্টিভ ডিটকো। মারভেল কমিকসের প্রধান সম্পাদক স্ট্যান লি কে সঙ্গে নিয়ে স্টিভ ডিটকো সৃষ্টি করেছিলেন জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যান। ১৯৬২ সালে ‘অ্যামাজিং ফ্যান্টাসি’র ১৫ তম সংখ্যায় প্রথম  প্রকাশিত হয় স্পাইডারম্যান।

শনিবার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, ২৯ জুন ম্যানহাটনে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়  তাঁকে।

নীরবেই চলে গেলেন স্পাইডারম্যানের অন্যতম স্রষ্টা

Leave a Reply