
মুম্বই, ১৩ ফেব্রুয়ারিঃ আসন্ন ছবি ‘সুই ধাগা’য় বরুণ ধাওয়ান এবং অনুষ্কা শর্মাকে দেখা যাচ্ছে একদমই অন্য লুকে। ছবিতে দুজনের চরিত্রের নাম মৌজি ও মমতা। শাড়ি, সিদুঁর, টিপে ঘরোয়া চেহারায় দেখা যাবে অনুষ্কাকে এবং গোঁফওয়ালা সাদামাটা চেহারায় বরুণ। জানা গিয়েছে, ভারতের ছোট্ট একটি শহরের দম্পতির ভূমিকায় দেখা যাবে এই জুটিকে। ছবিতে বরুণ একজন দরজি এবং অনুষ্কা এমব্রয়ডারির কাজ করেন। ছবিটি আত্মনির্ভরশীলতার মাধ্যমে প্রেম ও সম্মান খুঁজে পাওয়ার একটি হৃদয়গ্রাহী কাহিনি। ‘যশরাজ ফিল্মস’এর এই ছবিটি চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বলে জানা গিয়েছে।
Leave a Reply