fbpx

Find us on

রাজ্যদলে সুনু
উত্তর দিনাজপুর
উত্তরবঙ্গ
শিরোনাম

কালিয়াগঞ্জ, ১২ জানুয়ারিঃ মহারাষ্ট্রের পুনেতে খেলো ইন্ডিয়া ক্রীড়া প্রতিযোগিতায় বাংলা দলের প্রতিনিধি হিসেবে অংশ নিতে গেল কালিয়াগঞ্জের সুনু বর্মন। রবিবার থেকে অনুর্দ্ধ-১৮ খো-খো প্রতিযোগিতার আসর বসবে পুনেতে। বাংলা দলের হয়ে উওরবঙ্গের একমাএ প্রতিনিধি সুনু বর্মন। জানা গিয়েছে, কালিয়াগঞ্জের নসিরহাট গ্রামের বাসিন্দা সুনু এক দিনমুজুর পরিবারের কন্যা। কালিয়াগঞ্জের ডালিমগাঁও স্পোর্টস অ্যাকাডেমির অধিনে প্রশিক্ষণ নেওয়া সুনুর সাফল্য নিয়ে আশাবাদী উওর দিনাজপুর খো-খো অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বরুন কুমার দাস।

সংবাদদাতাঃ সুচন্দন কর্মকার

রাজ্যদলে সুনু

Leave a Reply