Find us on

প্রথম কোয়ার্টারের শেষে লভ্যাংশের ৫.৯ শতাংশ ক্ষতি টিসিএসের
দেশ
শিরোনাম

মুম্বই, ১৩ জুলাইঃ ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) একটি বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানিয়েছে, এপ্রিল-জুন কোয়ার্টারে যা লাভ হয়েছিল তার থেকে ৫.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫,৯৪৫ কোটি টাকা।

মুম্বই ভিত্তিক একটি সংস্থা জানিয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষে এই একই সময়ে মুনাফা করেছিল ৬,৩১৭ কোটি টাকা।

তবে এই সংস্থা জানিয়েছে, এক বছর আগে মার্জিনাল ইনক্রিজ ১ শতাংশ বেড়েছে। যেখানে গত বছর ২৯,৩০৫ কোটি ছিল এবং এবছর ২৯,৫৮৪ কোটি টাকা হয়েছে।

এবছরেরই জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে লভ্যাংশ ছিল ১০ শতাংশ। যেখানে ০.২ শতাংশ কমে গিয়েছে।

টিসিএসের চিফ ফাইনানশিয়াল অফিসার ভি রামকৃষ্ণণ জানান, ডলারের তুলনায় টাকার মূল্য কমে যাওয়ায় সমস্যাটা বেড়েছে। যারর ফলে ৬৫০ কোটি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

টিসিএস এমডি তথা সিইও রাজেশ গোপীনাথন জানান, টিসিএসের সুনাম রয়েছে বাজারে। ২০১৮ অর্থবর্ষে কোম্পানির উন্নতি হবে বলেই আশাবাদী তিনি।

প্রথম কোয়ার্টারে স্যালারি হাইকের সঙ্গে সঙ্গে প্রায় ৩.৮৫ লক্ষ কর্মী নিয়োগও করেছে টিসিএস।

 

প্রথম কোয়ার্টারের শেষে লভ্যাংশের ৫.৯ শতাংশ ক্ষতি টিসিএসের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *