fbpx

Find us on

গোয়ালপোখরে দলীয় সংঘর্ষে মৃত তৃণমূলকর্মী, ধৃত ৩
উত্তর দিনাজপুর
উত্তরবঙ্গ
শিরোনাম

রায়গঞ্জ, ১২ মেঃ পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার ইব্রাহিমপুরে তৃণমূল-ফরওয়ার্ড ব্লক সংঘর্ষের জেরে তৃণমূল কর্মীর মৃত্যু হয়। মৃত কর্মীর নাম মাজাহির আলম(৭০)। তৃণমূল প্রার্থী আসিমা বেগমের স্বামী মহম্মদ সাবির আহত হন। ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন ফরওয়ার্ড ব্লক কর্মী।

গতকাল তৃণমূলের নির্বাচনী সভা ছিল ওই এলাকায়। সভার পাশ দিয়ে ফরওয়ার্ড ব্লকের একটি মিছিল যাচ্ছিল। অভিযোগ, আচমকাই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেসময় লাঠির আঘাতে মৃত্যু হয় মাজাহিরের। আহত হন আসিমা বেগমের স্বামী। তৃণমূলের অভিযোগ, এই হামলায় মূলচক্রী হলেন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রামজ ওরফে ভিক্টর।

এলাকার ফরওয়ার্ড ব্লক প্রার্থী ফারহার ফতেমার বক্তব্য, পড়ে গিয়ে টিউবওয়েলে আঘাত লেগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’

 

গোয়ালপোখরে দলীয় সংঘর্ষে মৃত তৃণমূলকর্মী, ধৃত ৩

Leave a Reply