fbpx

Find us on

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত টিএমসিপি-র কোচবিহার জেলা সভাপতি
উত্তরবঙ্গ
কোচবিহার
শিরোনাম

মাথাভাঙ্গা, ১২ ফেব্রুয়ারিঃ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মাথাভাঙ্গা শহরের দ্বিতীয় সুটুঙ্গা সেতুসংলগ্ন মাথাভাঙ্গা শীতলকুচি রোডে দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, আহত দুজনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের(টিএমসিপি) কোচবিহার জেলা সভাপতি নরেন চন্দ্র দত্ত(৩০) ও অন্যজন সঞ্জয় সরকার (২৫)। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, নরেশ চন্দ্র দত্তের বাড়ি মাথাভাঙা শহরের ১১ নম্বর ওয়ার্ডে। সঞ্জয় সরকারের বাড়ি মাথাভাঙ্গা শহর লাগোয়া ভবেরহাটে।

হাসপাতাল সূত্রে খবর, সঞ্জয় সরকার মাথায় চোট পেয়েছেন। অন্যদিকে বুকে চোট লাগার পাশাপাশি ডান পা ভেঙেছে নরেন চন্দ্র দত্তের। পুলিশ জানিয়েছে, দুই বাইক চালকের কারোর মাথাতেই হেলমেট ছিল না।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সাহা

 

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত টিএমসিপি-র কোচবিহার জেলা সভাপতি