Saturday, April 20, 2024
HomeMust-Read News‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদ, উত্তরবঙ্গজুড়ে ট্রাকচালকদের বিক্ষোভ

‘হিট অ্যান্ড রান’ আইনের প্রতিবাদ, উত্তরবঙ্গজুড়ে ট্রাকচালকদের বিক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নতুন ‘হিট অ্যান্ড রান’ আইনের বিরূদ্ধে অসম-বাংলা সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভে শামিল হলেন ট্রাকচালকরা। এই আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে আন্দোলন। বুধবার তুফানগঞ্জ-২-এর ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের জোড়াইমোড় সংলগ্ন ১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে চলে বিক্ষোভ।

শিলিগুড়িতে বুধবার সকাল থেকে নিউ জলপাইগুড়ি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের গেটের সামনে বিক্ষোভ দেখান শখানেক ট্রাকচালক। প্রতিবাদে এদিন গাড়ি চালানো বন্ধ রাখেন নিউ জলপাইগুড়ি ট্যাংক লরি ইউনিয়নের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বিক্ষোভরত চালকদের সঙ্গে কথা বলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নিউ জলপাইগুড়ির বিজিএম টার্মিনাল নীরজ বনসাল। এরপরই পুলিশি তৎপরতায় বাইরের গাড়িগুলি চলাচল শুরু হয়।

এদিন নিউ জলপাইগুড়ি এলাকার ট্রাক মালিক সংগঠনের পক্ষে দশরথ রায় বলেন, “কেন্দ্রীয় সরকারের এই আইন মেনে নেওয়া সম্ভব নয়। যদিও ট্যাংক লরি ইউনিয়ন বাদে অন্যান্য সমস্ত গাড়ি এদিন চালু রয়েছে।” কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে মঙ্গলবারই এই আইন স্থগিত রাখার কথা জানিয়েছে। এই প্রসঙ্গে ট্রাকচালকদের বক্তব্য, আইন স্থগিত রাখা হয়েছে। একেবারে খারিজ করা হয়নি। সেই কারণে আগে থেকে সিদ্ধান্ত হয়ে থাকা প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

কী রয়েছে এই আইনে? ন্যায় সংহিতার ১০৬(২) নম্বর ধারায় দুর্ঘটনায় অপরাধ প্রমাণ হলে চালকদের ১০ বছর পর্যন্ত সাজার কথা বলা হয়েছে। পাশাপাশি আর্থিক জরিমানার কথাও উল্লেখ রয়েছে। দেশব্যাপী ট্রাকচালকদের প্রতিবাদ ও বিরোধীদের চাপে সরকার আপাতত এই আইন স্থগিত রাখার কথা ঘোষণা করেছে।

কেন্দ্রীয় সরকারের যানবাহন চালকদের ওপর আনা নতুন নিয়মের প্রতিবাদে রথবাড়ি অবরোধ করল বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ। বুধবার সকালে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। প্রায় আধ ঘণ্টা অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।

নতুন আইন নিয়ে দু-দিন থেকে অবস্থানে নেমেছেন এথেলবাড়ি এলাকার ট্টাকচালক, পিকআপ চালক ও ডাম্পার চালকরা। মঙ্গলবার ও বুধবার সকাল থেকে বীরপাড়া এথেলবাড়ি এশিয়ান হাইওয়ে দিয়ে চলাচলকারী স্থানীয় এলাকার গাড়ির চালকদেরও অবস্থানে শামিল হতে আহ্বান জানান এথেলবাড়ি চালক ইউনিয়নের কর্মীরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | মাঝরাতে মৌলানি বাজারে বিধ্বংসী আগুন

0
শুভদীপ শর্মা, মৌলানি: বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল মৌলানি বাজারে। জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ ক্রান্তি ব্লকের এই বাজারে থাকা একটি দোকান...

IPL-2024 | মাহি ম্যাজিক ফিকে হল রাহুল-ডি’ককের দুরন্ত ব্যাটিংয়ে, চেন্নাইকে হারিয়ে জয় হাসিল করল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের মাঠ কাঁপালেন মহেন্দ্র সিং ধোনি। মাহির দুরন্ত ব্যাটিং সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস। ধোনির...

CCTV | বুথের সিসিটিভি ক্যামেরার ব্যাগ ফেলেই চলে গেল ভোটকর্মীরা, উদ্ধার করল এনজেপি থানার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাতে রাস্তার পাস থেকে উদ্ধার হল ৮ টি ব্যাগ ভর্তি সিসিটিভি ক্যামেরা। এদিন রাতে এগুলি উদ্ধার হয় শক্তিগড় ২...

Lok sabha election 2024 | দায়িত্ব পালনে ব্যর্থ! রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই...

Political Violence | বুথ থেকে বের হতেই প্রাণঘাতী হামলা শিলিগুড়িতে, লুটিয়ে পড়লেন বিজেপির পোলিং...

0
শিলিগুড়ি: পোলিং বুথ থেকে বের হতেই বিজেপির (Bjp) পোলিং এজেন্ট শ্যামল সরকারের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই ঘটনায়...

Most Popular