fbpx

Find us on

প্রয়াত হলেন প্রবীণ চিত্রনাট্যকার শংকর কিনাগী
শিরোনাম
সিনেমা ও বিনোদন

কলকাতা, ৩ সেপ্টেম্বরঃ প্রয়াত হলেন বলিউডের বিশিষ্ট লেখক এবং সহযোগী পরিচালক ও টলিউডের পরিচালক রবি কিনাগীর বাবা শংকর কিনাগী। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

বলিউডের বহু ছবিতে তিনি সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। তাঁর লেখা ছবিগুলির মধ্যে রয়েছে সুভা ও শাম (১৯৭১), সুনা পানজুরি (১৯৯৫), স্ত্রী (১৯৯৮) ইত্যাদি। সহযোগী পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন নর্তকী, গঙ্গা যমুনা (১৯৬১) সহ অন্যান্য ছবিতে।বাংলা ছবিতে সরাসরি কাজ না করলেও তাঁর ছেলে পরিচালক রবি কিনাগির বহু ছবিতে প্রযোজক।

প্রয়াত হলেন প্রবীণ চিত্রনাট্যকার শংকর কিনাগী

Leave a Reply