
কালচিনি, ৯ জুলাইঃ পাহাড়ে দুই আন্দোলনকারীর মৃত্যুতে সমতলে বিক্ষোভ মিছিল মোর্চা সমর্থকদের। আজ আলিপুরদুয়ারের কালচিনি ও জয়গাঁয় থানা ঘেরাও করে চলে মোর্চা সমর্থকদের বিক্ষোভ। পুলিশকে সন্ত্রাস বন্ধ করার দাবি তুলে এদিন দফায় দফায় বিক্ষোভ দেখালো তারা। কালচিনিতে মোর্চা দলের প্রতিনিধিত্ব করছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অশোক লামা ও পূর্ব ডুয়ার্স কমিটির সম্পাদক বিশাল লামা। এদিকে, জয়গাঁ মোর্চা দলের প্রতিনিধিত্বে ছিলেন ডুয়ার্স কমিটির সভাপতি বি বি খাওয়াস ও অর্গানাইজিং সেক্রেটারি রহিত থাপা। সূত্রের খবর, আগামী মঙ্গলবার এই একই দাবিতে কালচিনিতে বিক্ষোভ মিছিল করবে মোর্চা সমর্থকরা।
অশান্তি এড়াতে এদিন এলাকাগুলিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল। পাশাপাশি, এলাকাগুলিতে টহল দিয়ে পরিস্থিতির উপর নজর রাখেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি রাজেশ যাদব ও আলিপুরদুয়ার পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ। এদিন কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.