fbpx

Find us on

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় ভারতের
খেলা
প্রথম পাতা

সিডনি, ৭ জানুয়ারিঃ ইতিহাস গড়ল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম টেস্ট সিরিজ জিতল ভারত। ৪ টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতল বিরাটবাহিনী। ৫২১ রান করে ম্যান অফ দা সিরিজ হলেন চেতেশ্বর পূজারা। প্রথম টেস্টে তাঁর সেঞ্চুরিই ভারতকে জয়ের রাস্তা দেখায়। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ভারতকে হারায় ১৪৬ রানে। তৃতীয় টেস্টে ফের চেতেশ্বর পূজারার সেঞ্চুরি ও বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়ালের অর্ধ শতরানের উপর ভর করে ৪৪৩ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এরপর ভারতীয় বোলারদের দাপটে টেস্টটি ১৩৭ রানে জেতে।

চতুর্থ টেস্টে ভারত চালকের আসনে থাকলেও বৃষ্টির জন্য ম্যাচের ফয়সালা হয়নি। তবে ২-১ ফলে সিরিজ জিতে ইতিহাস গড়ল বিরাটবাহিনী।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় ভারতের

Leave a Reply