
ইংল্যান্ড-২৮৭ ও ৯-১ ভারত-২৭৪
বার্মিংহাম, ২ অগাস্টঃ বিরাটের অনবদ্য ২২৫ বলে ১৪৯ রানের (কেরিয়ারের ২২-তম) উপর ভর করে প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতির মধ্যে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২৭৪। মাত্র ১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কুককে (০) ফিরিয়ে শুরুতেই ধাক্কা দিয়েছেন অশ্বীন। দ্বিতীয় দিনের শেষে আপাতত ইংল্যান্ড ২২ রানে এগিয়ে। সারাদিনে আজ মোট ১২ উইকেট পড়েছে । রুদ্ধশ্বাস দিনের শেষে উত্তেজক সমাপ্তির পথে এজবাস্টন টেস্ট। যেখানে টিম ইন্ডিয়ার হয়ে স্বপ্নের জাল বোনার কাজটা ব্যাট হাতে করলেন অধিনায়ক কোহলি। পরে অশ্বীন সেই স্বপ্ন আরও উসকে দিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.