Find us on

তিমির পেটে ৮০টি প্ল্যাস্টিক ব্যাগ
আন্তর্জাতিক
শিরোনাম

ব্যাংকক, ৩ জুনঃ থাইল্যান্ডে একটি ছোটো পুরুষ তিমির পেটের ভিতর মিলেছে ৮০টি প্লাস্টিক ব্যাগ। তিমিটি অবশ্য মারা গিয়েছে। ৮০টি প্লাস্টিকের ব্যাগ গিলে খাওয়ার জেরেই সেটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের দাবি। কাসেটসার্ট ইউনিভার্সিটির সামুদ্রিকপ্রাণী বিশেষজ্ঞ থন থামরোঙ্গনাসাওয় জানান, তিমির পক্ষে প্লাস্টিক হজম করা অসম্ভব। আর যেকোনো প্রাণীরই পাকস্থলীতে ৮০টি প্লাস্টিক ব্যাগ জমা হলে, তার মৃত্যু অবশ্যম্ভাবী।

গত শনিবার সকালে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে একটি খালে তিমিটি আধমরা অবস্থায ভেসে উঠেছিল। উদ্ধারের সময় তিমিটি বমি করে এবং তার মুখ দিযে ৫টি প্লাস্টিকের ব্যাগ বেরোয়। তখনই তিমিটির অসুস্থ হওয়ার কারণ বোঝা যায়। কিন্তু বহু চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনিন উদ্ধারকারীরা। শনিবার বিকালেই তিমিটির মৃত্যু হয়। ময়নাতদন্ত করে জানা যায়, তিমিটির পেটের মধ্যে রয়েছে ৮০টি বড়ো প্লাস্টিক ব্যাগ। পাকস্থলীতে এতগুলি প্লাস্টিক ব্যাগ জমা হওয়ায় তিমিটির ওজন ৮ কিলোগ্রাম বেড়ে গিয়েছিল।

 

তিমির পেটে ৮০টি প্ল্যাস্টিক ব্যাগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *