
মোথাবাড়ি, ৪ অগাস্টঃ মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় জেঠিমাকে রড দিয়ে পিটিয়ে খুন করল ভাইপো। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গীটোলা গ্রামে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। বাকিরা বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে চিকিত্সাধীন।
মৃতার নাম দুর্গা মিশ্র (৫৫)। অভিযুক্ত রূপম মিশ্রকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে মধ্যপ অবস্থায় প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিল রূপম। তার প্রতিবাদ করেন দুর্গাদেবী ও তাঁর ছেলে। এরপরই রূপম লোহার রড দিয়ে দুর্গাদেবীকে বেধড়ক মারধর করেন। দুর্গাদেবীকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর ছেলে লোটন। সেই সময় অভিযুক্তর হাতে আক্রান্ত হন আরও তিনজন। আহতদের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুর্গাদেবীকে মৃত বলে ঘোষণা করা হয়। দুর্গাদেবীর ছেলে লোটনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.