fbpx

Find us on

বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, উত্তেজনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে
উত্তরবঙ্গ
দার্জিলিং
প্রথম পাতা

শিলিগুড়ি, ২০ অগাস্টঃ বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে সোমবার সকাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী পরিসেবা ব্যহত হয়। জানা গিয়েছে, সকাল সাড়ে ৮ টায় বহির্বিভাগের টিকিট কাউন্টার খোলার কথা থাকলেও সাড়ে ১০টা তেও কাউন্টার না খোলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগীরা। ভাংচুর করা হয় টিকিট কাউন্টারেও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন দালাল সহ ৩ জনকে আটক করে।

অন্যদিকে, দাবিদাওয়া আদায়ের জন্য সকাল থেকেই সুপারের ঘরের সামনে বিক্ষোভ শুরু করেন অস্থায়ী কর্মীরা। পরে সুপার তাদের আলোচনায় ডাকলে দীর্ঘক্ষণ আলোচনার পর সুপারের আশ্বাসে বেলা ১১টা নাগাদ কর্মবিরতি তুলে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদদাতাঃ রণজিৎ ঘোষ

বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, উত্তেজনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

Leave a Reply