fbpx

Find us on

কয়েকশো হলুদ ব্যাঙের লড়াইয়ের সাক্ষী থাকল ফালাকাটাবাসী
আলিপুরদুয়ার
উত্তরবঙ্গ

ফালাকাটা, ২৩ মেঃ কয়েকশো হলুদ ব্যাঙের লড়াইয়ের সাক্ষী থাকল আলিপুরদুয়ারের ফালাকাটাবাসী। বুধবার সকাল থেকে ফালাকাটা শহরের থানা রোডে উদয় সংঘ ক্লাবের পাশে ফাঁকা জায়গায় বৃষ্টির জমা জলে ওই বিরল দৃশ্য দেখতে পেল স্থানীয় বাসিন্দারা। ব্যাঙের কাণ্ড কারখানার খবর ছড়িয়ে পড়তেই  ছুটে আসতে থাকেন শহরের বিভিন্ন প্রান্তের উৎসাহী মানুষজন। মুহূর্তের মধ্যেই উৎসাহী মানুষদের ভিড় জমে যায় সেখানে।

ফালাকাটার বায়োলজির বিশিষ্ট শিক্ষক ড. প্রবীর রায় চৌধুরী জানান, ‘এগুলি হলুদ কোলা ব্যাঙ। বিজ্ঞানসম্মত নাম হপ্লব্যাটরাচুস টিগেরিনুস (Hoplobatrachus tigerinus)  এদের ইন্ডিয়ান বুল ফ্রগ ও (Indian Bull Frog) বলা হয়ে থাকে। এরা জন্ম থেকেই হলুদ রংয়ের হয়ে থাকে।’  তিনি জানান, ‘বর্ষাকালে বৃষ্টি নামলে এরা গর্ত থেকে বেরিয়ে  ডাঙায় উঠে আসে। এবং মহিলা সঙ্গী বেছে নিয়ে প্রজননে লিপ্ত হয়।’  তবে এক জায়গায় এত সংখ্যক এই  প্রজাতির ব্যাঙের দেখা মেলা বিরল ঘটনা বলে জানান তিনি।

সংবাদদাতাঃ  সুকমল ঘোষ

কয়েকশো হলুদ ব্যাঙের লড়াইয়ের সাক্ষী থাকল ফালাকাটাবাসী

Leave a Reply